টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ | সারা সপ্তাহের খবর

টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ -খবর দিয়ে শুরু করছি লাইফস্টাইল গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ

 

টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ | সারা সপ্তাহের খবর

নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো বর্ষবরণে মাতলেন প্রবাসী বাঙালিরা। শতকণ্ঠে সংগীতায়োজনে বরণ করা নেওয়া হলো ১৪৩০ বঙ্গাব্দকে। বৈশাখের প্রথম দিন মানবতার মঙ্গল কামনায় করা হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বাংলা সংস্কৃতিপ্রেমীরা ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শতকণ্ঠে গেয়ে বরণ করে নেন বাংলা নতুন বছরকে।

শরীরের যত্নে তরমুজ

শরীর ঠান্ডা রাখতে অনেকেই ভরসা করছেন বিভিন্ন গ্রীষ্মকালীন ফলের ওপর। শুধু শরীর নয়, গ্রীষ্মে অত্যধিক আর্দ্র হয়ে যায় ত্বকও।  তরমুজে রয়েছে লাইকোপেন, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপকারী উপাদান, যা ত্বকের প্রতিটি কোষ সচল এবং সজীব রাখতে সাহায্য করে। বিশেষ করে গ্রীষ্মকালীন ব্রণ দূর করতে তরমুজের গুরুত্ব প্রচুর।

 তীব্র গরমে ঠান্ডা রাখার ৭ ফলের জুস

তরমুজের জুস , আমের লাচ্ছি , আনারস নারিকেল স্মুদি , রাস্পবেরি লেমনেড , স্ট্রবেরি বেসিল লেমনেড ,ব্লুবেরি মিন্ট লেমনেড

 

শরীর ঠান্ডা রাখতে যেসব খাবার | সারা সপ্তাহের খবর

 

অপু বিশ্বাসের হাত ধরে বিউটি সেন্টার বেলা

ঢাকার বনানীতে যাত্রা করেছে নতুন বিউটি সেন্টার বেলা। এখানে জাপানের বিউটি পণ্য ও সৌন্দর্য বিষয়ক নানা সেবা পাবেন নারীরা। শুক্রবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

গরম থেকে বাঁচতে পোশাক 

এই গরমে সুতি, লিনেন, শিফন, অরগেঞ্জা, খাদি ইত্যাদি কাপড়ের পোশাকে পাবেন আরাম । তীব্র গরমের এই সময়ে একটু লুজ ফিটিং অর্থাৎ ঢিলেঢালা পোশাক পরাই ভালো। ছোট হাতার পোশাক পরলে হাতের যে অংশ খোলা থাকে সেই অংশ রোদে পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই এসময় ফুল স্লিভ বা বড় হাতার পোশাক পরাই ভালো।

অনেক ফিচার আসছে ইনস্টাগ্রাম রিলসে

 

টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ | সারা সপ্তাহের খবর

 

ডিজিটাল ক্রিয়েটারদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ইনস্টাগ্রাম রিলস। ভারতে টিকটক বিদায় নেওয়ার পর থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে মেটার অন্তর্গত এই অ্যাপটি। নানা ধরনের কীর্তিকলাপ, প্রতিভা তুলে ধরে রিলস থেকে মোটা অঙ্কের অর্থ আয় করেন ইনফ্লুয়েন্সাররা। এবার তাঁদের সুবিধার্থে আরও নতুন ফিচার যোগ হচ্ছে ইনস্টাগ্রামে।

ইউজাররা যেমন ইনস্টাগ্রাম রিলসে (Instagram Reels) নতুন নতুন কনটেন্ট দেখতে পছন্দ করেন, তেমনই ক্রিয়েটাররাও নতুন নতুন সব আইডিয়ার খোঁজ করেন। তার জন্য নানা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন তাঁরা। এবার তাঁরা আরও সহজে আরও বেশি কনটেন্টের সন্ধান পাবেন। কারণ এবার আলাদা করে ট্রেন্ড বলে একটি অপশন পাওয়া যাবে। সেখানেই দেখে নিতে পারবেন কোন রিলসগুলি ট্রেন্ডে রয়েছে। সেখান থেকেই আইডিয়া পাওয়া যাবে কোন বিষয়ের উপর রিলস তৈরি করলে দর্শকের বেশি করে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।

আরও পড়ুনঃ

Leave a Comment