ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্লার ব্যবসায়ের ধারণা

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্লার ব্যবসায়ের ধারণা আজকের ক্লাসের আলোচ্য বিষয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্লার ব্যবসায়ের ধারণা [ Parlour business concept for small entrepreneurs ] ভি ডিডিওটি নতুন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুবই কাজে লাগবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্লার ব্যবসায়ের ধারণা আজকের আলোচনার বিষয়।

COVID-19 মহামারীটি বিশ্বব্যাপী মানুষের জীবনকে নাটকীয়ভাবে ক্ষতিগ্রস্থ করেছে এবং জনস্বাস্থ্য, খাদ্য ব্যবস্থা এবং কাজের জগতে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ উপস্থাপন করেছে। মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় ধ্বংসাত্মক: দশ লক্ষ লক্ষ লোক চরম দারিদ্র্যের মধ্যে পড়ার ঝুঁকিতে রয়েছে, যখন বর্তমানে প্রায় 90৯০ মিলিয়ন অনুমানযুক্ত পুষ্টিহীন মানুষের সংখ্যা ১৩২ মিলিয়ন অবধি বেড়ে যেতে পারে |

 

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্লার ব্যবসায়ের ধারণা

 

অল্প সময়ে ত্বক, চুল, শরীরের বিভিন্ন যত্নের পাশাপাশি সাজগোজ করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পার্লারে যেতে হয়ে। বড় বড় শহর ছাড়া গ্রামের নারীদের কাছেও পার্লারের বেশ চাহিদা দেখা যায়। বিউটি পার্লারগুলো সাধারণত আবাসিক এলাকাতেই হয়ে থাকে, যেন মেয়েরা সহজেই পার্লারে আসতে পারে। আবার অনেক সময় বাজারেও পার্লার দেয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিরাপদ স্থানে হয়।

বিউটি পার্লার 

ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন ছোট-খাট বিভিন্ন ধরণের ব্যবসার মাধ্যমে সংসারের আয় বৃদ্ধি করছে। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি যেকোন নারী বিউটি পার্লার ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। বিউটি পার্লার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে পেশাদার কর্মীরা ত্বক, চুল, নখ ইত্যাদির যত্ন নিয়ে থাকে। ঘর ভাড়া করে বা নিজের বাড়িতেও বিউটি পার্লার ব্যবসা শুরু করা যায়।
বর্তমানে নারীরা ঘরে বাইরে দু’জায়গাতেই সমান ব্যস্ত। এ ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেয়ার সময় পায় না। তাই অল্প সময়ে ত্বক, চুল, শরীরের বিভিন্ন যত্নের পাশাপাশি সাজগোজ করে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পার্লারে যেতে হয়ে। বড় বড় শহর ছাড়া গ্রামের নারীদের কাছেও পার্লারের বেশ চাহিদা দেখা যায়। বিউটি পার্লারগুলো সাধারণত আবাসিক এলাকাতেই হয়ে থাকে, যেন মেয়েরা সহজেই পার্লারে আসতে পারে। আবার অনেক সময় বাজারেও পার্লার দেয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিরাপদ স্থানে হয়। বিউটি পার্লার যেহেতু শুধু নারীদের সাজানোর ও যত্নের জন্য তাই এখানে পুরুষদের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষেধ হয়ে থাকে।বাজার সম্ভাবনা

মূলধন 

আনুমানিক ৩০০০ টাকার স্থায়ী উপকরণ এবং ১৫০০ থেকে ২০০০ টাকার অস্থায়ী উপকরণ নিয়ে ছোট আকারে প্রাথমিকভাবে বিউটি পার্লার ব্যবসা শুরু করা যেতে পারে। বিউটি পার্লার ব্যবসা শুরু করতে যদি নিজের কাছে প্রয়োজনীয় পুঁজি না থাকে তাহলে স্থানীয় ঋণদানকারী ব্যাংক(থেকে শর্ত সাপেক্ষে স্বল্প সুদে ঋণ নেয়া যেতে পারে। 

প্রশিক্ষণ

স্থানীয় বিউটি পার্লারগুলোতে প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সেখানে নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে প্রশিক্ষণ নেয়া যেতে পারে। গ্রাম বা শহর অঞ্চলভেদে পার্লার প্রশিক্ষণের ফি-এর পরিমাণও কম-বেশি হয়।

পার্লারে কি সেবা দেয়া হয়

  1. মেয়েরা বিভিন্ন ডিজাইনে চুল কাটানোর জন্য পার্লারে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় চুলের আগা গোল করা, ‘ভি’ আকৃতির করা, স্টেপ করা, লেয়ার করা ইত্যাদি।
  2. মুখের ত্বককে পরিস্কার করার জন্য ফেসিয়াল করা হয়। এছাড়া মুখের রঙ উজ্জল করার জন্য বিভিন্ন  প্রসাধন ব্যবহার করা হয়।
  3. বিভিন্ন প্রসাধনের মাধ্যমে হাত পায়ের যত্ন নেয়া হয়।
  4. নানা রকম উৎসবকে সামনে রেখে হাতে মেহেদি লাগানো হয় ।
  5. চুলে রঙ করা হয়। সাদা চুল কালো, কালো চুল বাদামী, লালচে করা হয়।
  6. বিয়ে বা অন্যান্য যে কোন উৎসব উপলক্ষে উৎসবের ধরণ অনুযায়ী সাজানো হয়।
  7. আই ভ্রু সুন্দর, চিকন আকৃতির করার জন্য প্লাক করা হয়।
  8. বিভিন্ন ভেষজ উপাদান, তেল, মেহেদী দিয়ে চুলের যত্ন করা হয় ইত্যাদি ।

 

পার্লার ব্যবসায়ের ধারণা

 

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য পার্লার ব্যবসায়ের ধারণা নিয়ে বিস্তারিত :

Leave a Comment