মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী | সারা সপ্তাহের খবর

মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী -খবর দিয়ে শুরু করছি লাইফস্টাইল গুরুকুল এর  নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী

 

মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী | সারা সপ্তাহের খবর

ছোটবেলা থেকেই ঘোড়ায় চড়তে পছন্দ করতেন অস্ট্রেলিয়ান মডেল সিয়েনা উইয়ার। শুধু চড়তে নয়, ঘোড়া নিয়ে ছুটতেন দুরন্ত গতিতে। মেয়ের এমন শখে ভয়ে থাকতেন তাঁর মা–বাবা—কবে না জানি দুর্ঘটনা ঘটে! তাঁদের আশঙ্কাই সত্যি হলো। ঘোড়া থেকে পরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৩ বছর বয়সী এই মডেল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

যেমন চলছে ঈদের ছবিগুলো

 

মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী | সারা সপ্তাহের খবর

 

বুকিং এজেন্ট ও চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ঈদের তৃতীয় সপ্তাহে ২৭টি সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’। ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর মধ্যে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি ২২টি প্রেক্ষাগৃহে চলছে। অন্য ছবিগুলোর মধ্যে যথাক্রমে ‘কিল হিম’ ১৮টি, ‘লোকাল’ ১৭টি, ‘জ্বীন’ ১৭টি ‘শত্রু’ ৯টি ও ‘আদম’ ৬টি হলে চলছে। পাপ ছবিটি কতগুলো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে, তা প্রযোজনা প্রতিষ্ঠান জানাতে পারেনি।

সন্ন্যাস নিতে চান নওয়াজুদ্দিন

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয় নিয়ে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু এক বছর ধরে আলোচনায় ব্যক্তিজীবন নিয়ে। পরিবার, ঘর-সংসার নিয়ে টালমাটাল অবস্থা এই অভিনেতার। স্ত্রীর একের পর এক অভিযোগ, তাঁর সংসার জীবনে অশান্তি এনে দিয়েছে। এই অশান্তি থেকে বাঁচতে শান্তির খোঁজে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

এ আর রহমানের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ

 

মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী | সারা সপ্তাহের খবর

 

সময়টা ভালো যাচ্ছে না অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের। দিন কয়েক আগে পুণেতে মাঝপথে তাঁর কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তাঁর বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। ওয়াসিফুদ্দিনের দাবি, তাঁর বাবা-চাচার সুর নকল করেছেন এ আর রহমান। সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রায় অভিনীত ‘পোন্নিইন সেলভান ২’। মুক্তির পর এ পর্যন্ত ছবিটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপি। 

‘পাঠান’ দেখে যা বলছেন সেন্সর বোর্ডের সদস্যরা

বাংলাদেশে শাহরুখ–ভক্তদের প্রতীক্ষার অবসান হতে চলেছে। এবার বাংলাদেশের সিনেমা হলে মুক্তিতে শাহরুখের ‘পাঠান’ সিনেমার কোনো বাধা নেই। ০৪ মে চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছেন। পরে তাঁরা সভায় সেন্সর সনদের জন্য সুপারিশ করেছেন। আজই সিনেমাটি সেন্সর সনদ পাচ্ছে বলে জানান, সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী রোজিনা ও খোরশেদ আলম খসরু। 

২ thoughts on “মারা গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী | সারা সপ্তাহের খবর”

Leave a Comment