বিউটি পার্লার ব্যবসা সহায়তা সিরিজ

বিউটি পার্লার ব্যবসা সহায়তা সিরিজ নিয়ে আমাদের নতুন আয়োজন শুরু হলো। বিউটি পার্লার ব্যবসা [Beauty Parlor Business] ক্লাসটি বিউটি পার্লার ব্যবসা সহায়তা সিরিজের একটি ভিডিও। Gurukul lifestyle is coming with parlor business ideas. where you can learn A to Z of a parlor business. you can also learn how to start, manage, and run a parlor business. we are giving you all the opportunity to know all about the parlor business.

 

বিউটি পার্লার ব্যবসা সহায়তা সিরিজ

দেশে গত কয়েক বছরে বিউটি প্রোডাক্টের বাজার হু হু করে বেড়েছে। শহরের গণ্ডি ছেড়ে গ্রামেও বিউটি পার্লারগুলি পসার বাড়িয়েছে। দেশের প্রতিটি প্রান্তে বাড়ছে এই ব্যবসা এখন বর্ধনশীল। কারণ, বর্তমানে যুগ বদলেছে প্রায় সব মেয়ে-মহিলারাই নিজেকে আরও সুন্দরী করে তুলতে সময় ও অর্থ খরচে তৈরি। ফলে জনপ্রিয়তা বাড়ছে বিউটি পার্লারের।

তবে শুধু যে মহিলা বা মেয়েরাই নিজেদের প্রসাধনীর যত্ন নেন, এমনটা মোটেই নয়। নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে আগ্রহী পুরুষেরাও। একটি রিপোর্ট বলছে, আগামী কয়েক বছরের মধ্যেই ভারতের বিউটি বিজনেস মার্কিন ও ইউরোপের বাজারের চেয়ে দ্বিগুণ গতিতে দ্রুত বৃদ্ধি পাবে। ফলে এই সেক্টরে ব্যবসার জন্য এটা যে সেরা সময়, তা বলাই বাহুল্য।

কোনও ব্যক্তি যদি ছোট বিউটি পার্লার বা সেলুন খোলার পরিকল্পনা করে থাকেন, তবে, এই দ্রুত বর্ধনশীল সেক্টরে ব্যবসায় নামতে পারেন। তবে, যে কোনও ব্যবসা শুরু করার আগে, সেই ব্যবসা সম্পর্কে খরচ এবং আয় থাকা অত্যন্ত জরুরি।

 

 

সবার আগে গ্রাহককে টার্গেট করুন

যে জায়গায় ব্যবসা খোলার পরিকল্পনা রয়েছে, সেখানকার লোকবসতি সম্পর্কে আগে জানতে হবে। বুঝে নিতে হবে কোন ধরনের গ্রাহক সেই পার্লারে আসতে চলেছেন। সেই অনুযায়ীই পার্লারে প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবসার খরচও হিসেব করে নিতে হবে।

 

সার্ভিস ও প্রোডাক্টে ফোকাস

প্রথমেই সার্ভিসের চার্জ মোটেই বেশি রাখা চলবে না। বদলে পরিষেবা ভালো করার দিকে নজর দিতে হবে। পার্লারে পেশাদার কর্মীদের নিয়োগ করতে হবে। পার্লারের মতো বিজনেসে কী ভাবে গ্রাহকদের সার্ভিস দেওয়া হচ্ছে, তা একটি বড় বিষয়।

 

জায়গা নির্বাচন একটি বড় বিষয়

কোন জায়গায় পার্লার খুলবেন তা একটি দেখার বিষয়। এমন জায়গায় এই ব্যবসা খুলতে হবে যা জনবহুল। পাশাপাশি পরিবহনের সাবলীল পরিষেবাও থাকতে হবে। একইসঙ্গে এমন জায়গায় পার্লার হওয়া প্রয়োজন, যেটি লোকের নজরে পড়ে।

 

কত টাকা লাগবে?

ব্যবসা শুরু করতে টাকার প্রয়োজন সবচেয়ে বড়। এই ব্যবসা শুরু করতে কমপক্ষে 3 লাখ টাকার প্রয়োজন পড়বে। যন্ত্রপাতি, সরঞ্জাম, চেয়ার, আয়না, আসবাবপত্রের মতো নানা জিনিস কিনতেই কমপক্ষে 2 লাখ টাকা খরচ হয়ে যাবে। পাশাপাশি এই ব্যবসার জন্য সরকার লোনও দেয়।

লোন কী ভাবে পাবেন?

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় যে কোনও ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করা যেতে পারে। এই স্কিমের আওতায়, গ্রামীণ এলাকায় নন-কর্পোরেট ছোট উদ্যোগের জন্য সর্বোচ্চ 10 লাখ টাকার ঋণ পাওয়া যায়। এক্ষেত্রে এক এক ব্যাঙ্ক এক একরকম সুদের হার দেয়। সুদের হার হতে পারে 9 থেকে 12 শতাংশ৷

 

 

বিউটি পার্লার ব্যবসা সহায়তা সিরিজ নিয়ে বিস্তারিত :

Leave a Comment